হলিউড কী পুড়ে গেছে

hqdefault
সত্যের খোঁজে

হলিউড কী পুড়ে গেছে

সূচনা

বিশ্ব চলচিত্র এবং বিনোদনের রাজধানী হলিউড। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার দাবানলে হলিউড পুড়ে যাওয়ার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আসলেই কী বিশ্ব বিনোদনের শীর্ষ ইন্ডাস্ট্রি হলিউড পুড়ে গেছে? সে সম্পর্কেই জানব কিকেনকিভাবে র এই পর্বে।

হলিউড কী?

আমরা মনে করি, হলিউড হয়ত বাংলাদেশের এফডিসির মত কোন একটি বিশাল স্টুডিও। কিন্তু বাস্তবে হলিউড নিজে কোনো স্টুডিও নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি বিখ্যাত এলাকা। তবে এটি বিশ্বজুড়ে চলচ্চিত্র, টেলিভিশন, এবং বিনোদন শিল্পের প্রতীক হিসেবে পরিচিত। সহজ ভাষায় বলতে গেলে, হলিউড হল সেই জায়গা যেখানে ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট পিকচার্স, এবং ডিজনির মত বহু বিখ্যাত স্টুডিও তাদের যাত্রা শুরু করেছিল। এবং এখানেই ইতিহাসের সবচেয়ে জটিল, ব্যয়বহুল এবং বড় বড় সিনেমা বানানো হয়েছে।

যে “হলিউড” নামটি শুনলে মানুষের মনে বিখ্যাত সব সিনেমা আর গ্ল্যামারের ছবি ভেসে ওঠে, তা মূলত এই এলাকার চারপাশে গড়ে ওঠা চলচ্চিত্র শিল্পের জন্য। তাই হলিউড কোনো নির্দিষ্ট স্টুডিও নয়, এটি লস অ্যাঞ্জেলস শহরের একটি এলাকা যা বিশ্ব বিনোদন জগতের অলিখিত রাজধানী হিসেবে পরিচিত।

হলিউড এর আইকন

হলিউডের সবচেয়ে অাইকনিক জায়গা হল এই হলিউড সাইন। এটি লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা পাহাড়ের হলিউড হিলসের মাউন্ট লি তে অবস্থিত গ্লিফিথ পার্কের একটি অংশ। হলিউড হিলসের বিশেষ বৈশিষ্ট্য হলো এখান থেকে পুরো লস অ্যাঞ্জেলেস শহরের এক অনন্য দৃশ্য দেখা যায়।

বিশাল সাদা অক্ষরে “HOLLYWOOD” লেখা সাইনটি, অনেক দূর থেকেও দেখা যায়। সর্বপ্রথম প্রথম ১৯২৩ সালে, একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনের জন্য “HOLLYWOODLAND” নামে এখানে একটি সাইন বোর্ড স্থাপন করা হয়েছিল। যার প্রতিটি অক্ষর ছিল প্রায় ৫০ ফুট লম্বা। ১৯৪৯ সালে, “LAND” অংশটি সরিয়ে ফেলা হয়, এবং তখন থেকে এটি শুধু “HOLLYWOOD” হিসেবে পরিচিত হয়ে ওঠে। তারপর থেকে ধীরে ধীরে এটিই লস অ্যাঞ্জেলেস এবং পুরো বিনোদন জগতের প্রতীক হয়ে উঠেছে।

হলিউডের আরো দুটি বিখ্যাত জায়গা হল Hollywood Boulevard এবং Sunset Boulevard। হলিউড বুলেভার্ড মূলত হলিউড ওয়াক অফ ফেম, চায়না থিয়েটার এবং ডলবি থিয়েটারের জন্য বিখ্যাত। এই ডলবি থিয়েটারেই প্রতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা “অস্কার” পুরষ্কার প্রদান করা হয়। অন্যদিকে, হলিউডের গ্ল্যামারাস জীবনের ঝলক সামনা সামনি উপভোগের জায়গা হল সানসেট বুলেভার্ড। এই সড়কটি স্ট্রিট পারফর্মারদের নানারকম প্রদর্শনী, হলিউড থিমযুক্ত দোকান, বিলাসবহুল রেস্টুরেন্ট, নাইটক্লাব, এবং মিউজিক মিউজিক ইন্ডাস্ট্রির জন্য জনপ্রিয়।

হলিউড কী সত্যি পুড়েছে?

লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে, বিখ্যাত হলিউড সাইন পুড়ে গেছে। কিন্তু এটি একটি ভুয়া খবর। হলিউড সাইন ট্রাস্টের একজন মুখপাত্র জানিয়েছেন যে, সাইনটি অক্ষত আছে এবং দাবানলের কারণে কোনো ক্ষতি হয়নি। এমনকি সাইনটি আগুনের সরাসরি হুমকিতেও ছিল না। সামাজিক মাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওগুলো সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তবে হলিউড সাইন থেকে প্রায় ১০ িকলোমিটার দূরে হলিউডের অন্য দুটি বিখ্যাত এলাকা হলিউড বুলেভার্ড এবং সানসেট বুলেভার্ড সহ আশে পাশের এলাকায় সত্যি সত্যি দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। তাছাড়া হলিউড সাইন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, সমুদ্রতীরবর্তী প্যাসিফিক প্যালিসেডসে বহু হলিউড তারকার বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

সহজ করে বলতে গেলে, হলিউড যেহেতু কোন একক জায়গা নয়, তাই সেই অর্থে হলিউড পুড়ে যায়নি। কিন্তু বিশ্ব বিনোদনের রাজধানী হলিউড দাবানলের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে। আরেকটি বিষয় পরিষ্কার করা জরুরী, আর তা হল, ক্যালিফোর্নিয়ায় তৈরী হওয়া দাবানল কোন একক দাবানল নয়। কাছাকাছি সময়ে প্রায় ৫টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরী হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই দাবানল কতটা ভয়াবহ সে সম্পর্কে জানতে চাইলে কিকেনকিভাবে র এই ভিডিওটি দেখতে পারেন।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

1
Latest Updates ×
কোর্স সংক্রান্ত বিশেষ কিছু সমস্যার সমাধান।

কোর্স সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/70IX2alcSnk কোর্স কিনতে কোন অসুবিধা হলে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/3W0kEwjlns4 কোর্স সংক্রান্ত…

See more
আপনার সঠিক - নাম, ইমেইল দিয়ে
Sign Up এ ক্লিক করুন।