লিপ ইয়ার কেন হয়

maxresdefault (6)
কি কেন কিভাবে

লিপ ইয়ার কেন হয়

লিপ ইয়ার বা অধিবর্ষ

ফেব্রুয়ারি মাস সাধরণত ২৮ দিনের হয়। কিন্তু প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি আরো এক দিন যুক্ত হয়ে ২৯ দিনের হয়। যাকে বলা হয় Leap Year; বাংলায় বলা হয় অধিবর্ষ। চার বছর পর পর অতিরিক্ত এই দিনটি কোথা থেকে আসে?

Leap Year কেন হয় এবং কী দরকার ?

অধিবর্ষ কেন হয়?

আমাদের গ্রহ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় লাগে। সেকারণে ৩৬৫ দিনে এক সৌরবর্ষ গণণা করা হয়। কিন্তু প্রকৃত পক্ষে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। সে হিসেবে আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা সময় কম হিসাব করি। বাড়তি এই কয়েক ঘণ্টার তাহলে কী হবে? প্রতি চার বছরে আমাদের হিসাবে না ধরা সময়টা মিলে প্রায় একদিনের সমান হয়। সেজন্য চার বছর পর পর বছরে একটা দিন বাড়তি যোগ করা হয়। এই বাড়তি দিনটা বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারির সাথে যুক্ত হয়, যার ফলে চার বছর পর পর ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনের। যে বছর ফেব্রুয়ারিতে বাড়তি দিনটি যোগ করা হয়, সেই বছরকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। একটি অধিবর্ষে ৩৬৫ দিনের বদলে ৩৬৬ দিনে বছর গণণা করা হয়।

অধিবর্ষ নির্ণয়

লিপ ইয়ার বা অধিবর্ষ কিভাবে নির্ণয় করা হবে, তা নিয়ে বেশ কিছুা জটিলতা আছে। অধিবর্ষ নির্ণয়ের প্রধান সূত্র হল, যে সমস্ত বছর ৪ দ্বারা বিভাজ্য, সেগুলো হবে লিপ ইয়ার। যেমন, ২০১২, ২০১৬, ২০২০, ২০২৪ এই বছরগুলো ৪ দ্বারা ভাগ করা যায়, তাই এগুলো লিপ ইয়ার। কিন্তু এই নিয়মের কিছুটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটি হল, যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য নয়, সেই বছরকে লিপ ইয়ার হিসেবে গণনা করা যাবে না। যেমন, ১৭০০, ১৮০০ এবং ১৯০০ সাল অধিবর্ষ ছিল না। আজ থেকে ৭৬ বছর পরে, ২১০০ সালও ৪ এবং ১০০ দিয়ে বিভাজ্য হলেও, তা ৪০০ দিয়ে বিভাজ্য না হবার কারণে, ওই বছরটিও অধিবর্ষ হবে না। এর কারণ হল, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে প্রকৃত যে সময় নেয়, সেই সময় অনুযায়ী প্রতি চার বছর পর পর এক দিন বেশি গণনা করলে, সামান্য কিছু সময় বাড়তি থেকে যায়। এই সামান্য সময় টুকু জমতে জমতে প্রতি ৪০০ বছরে ৩ দিন বেশি হয়ে যায়। এই বাড়তি ৩ দিনকে বাদ দিতে, ব্যতিক্রম সূত্রটির মাধ্যমে প্রতি ৪০০ বছরে ৩টি লিপ ইয়ার বাদ দেওয়া হয়।

অধিবর্ষ কেন দরকার?

 পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে। পৃথিবীর ঘূর্ণনের এই প্রক্রিয়ার সঠিক সময় হিসেব না রাখলে, ঋতু চক্র সহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের হিসেবে গড়মিল হয়ে যাবে। অতীতে রোমান সাম্রাজ্যের বর্ষপঞ্জিতে ৩৫৫ দিনে বছর গণনা করা হত। নির্দিষ্ট ঋতুর নির্দিষ্ট দিনে উৎসব পালন করার সুবিধার্থে তারা প্রতি দুই বছর পর পর তাদের ক্যালেন্ডারে ২২ বা ২৩ দিনের এক নতুন মাস যুক্ত করত। এই নিয়মকে সহজ করার জন্য রোমান শাসক জুলিয়াস সিজার ৩৬৫ দিনের বছরের হিসেবে চালু করেন,এবং প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে এক দিন অতিরিক্ত যোগ করে, লিপ ইয়ারের ধারণা প্রবর্তন করেন।

কিন্তু জুলিয়াস সিজারের পপ্রচলিত বর্ষপপঞ্জিতেও কিছুটা ত্রুটি ছিল। তৎকালীন রোমানদের হিসেব অনুযায়ী প্রতি বছরে ১১ মিনিট ১৩ সেকেন্ড বেশি গণনা করা হয়েছিল। সামান্য এই সময়ের তারতম্য তেমন কিছু মনে না হলেও, এই বাড়তি সময়ের কারণে ১৪৮৩ বছরে সম্পূর্ণ ১১টি দিন অতিরিক্ত হয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য ১৫৮২ সালে রোমের ত্রয়োদশ পোপ অষ্টম সেন্ট গ্রেগরী জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন। তার আমলেই ধারণা আসে যে, প্রতি চারশত বছরে ১০০টি নয় বরং ৯৭টি লিপইয়ার প্রয়োজন। তাই তখন থেকে প্রতি চারশ বছরের মধ্যে ৩টি বাদ অধিবর্ষ বাদ দিতে হয়।

সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জিতে অধিবর্ষের কোন ধারনা ছিল না। পরবর্তীতে বাংলা একাডেমি কর্তৃক প্রস্তুতকৃত নতুন বর্ষপঞ্জিতে, গ্রেগরীয় বর্ষপঞ্জির অনুসরণে ফেব্রুয়ারি মাসের সমসাময়িক ফাল্গুন মাসে, প্রতি চার বছর পর পর একবার অতিরিক্ত একটি দিন গণনা করা হয়।

ইসলামিক হিজরি বর্ষপঞ্জিতে কোন লিপইয়ার বা অধিবর্ষ নেই। হিজরি বর্ষপঞ্জি যেহেতু চাঁদের হিসেবে গণনা করা হয়, তাই সাধারণত ৩৫৪ দিনে এক বছর হয়। তবে মধ্যযুগে ইসলামিক জ্যোতির্বিদদের দ্বারা ব্যবহৃত ট্যাবুলার ইসলামী ক্যালেন্ডারে, নির্দিষ্ট সময় পর পর চন্দ্র বছরের শেষ মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হত।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *


দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে, তবে আপনি এখন ফ্রি রেকর্ডেড কোর্সে ইনরোল করে দেখতে পারবেন।
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার জন্য একটি একাউন্ট তৈরি হয়েছে। প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

কোর্সের তারিখ: ০৩/১০/২০২৫
সময়: রাত ৯টা থেকে
(বাংলাদেশ সময়)

আপনার সঠিক - নাম, ইমেইল দিয়ে
Sign Up এ ক্লিক করুন।