maxresdefault (8)
জীবনযাপন

ভূমিকা

উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার রোমাঞ্চ অনেকেই পছন্দ করেন। কিন্তু এই রোমাঞ্চের মধ্যে লুকিয়ে আছে বিপদের সম্ভাবনা। বাঞ্জি জাম্পিং, বেস জাম্পিং এবং স্কাই ডাইভিং— তিনটি ভিন্ন ভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেখানে উচ্চতা থেকে লাফ দেওয়া হয়। তিনটি অ্যাডভেঞ্চার খেলার মধ্যেই রয়েছে উত্তেজনা ও ঝুঁকি।

সবচেয়ে ভয়ঙ্কর জাম্পিং কোনটি ?

বাঞ্জি জাম্পিং

ভানুয়াতু দ্বীপপুঞ্জের একটি প্রাচীন রীতি থেকে বাঞ্জি জাম্পিংয়ের উৎপত্তি। সেখানকার পুরুষেরা লম্বা কাঠের টাওয়ার বানিয়ে তা থেকে লতাপাতায় বাঁধা অবস্থায় লাফ দিত। এটা ছিল সেই সমাজের পুরুষত্ব ও সাহসিকতার প্রতীক। সেখান থেকেই আধুনিক বাঞ্জি জাম্পিংয়ের অনুপ্রেরণা এসেছে। পরবর্তীতে বিশ শতকের শেষভাগে ব্রিটেনের কয়েকজন মানুষ একে আধুনিক বিনোদন হিসেবে জনপ্রিয় করে তোলে।

বাঞ্জি জাম্পিং হচ্ছে উঁচু স্থান থেকে রাবারযুক্ত দড়ি বাঁধা অবস্থায় নিচে ঝাঁপ দেয়া। সাধারণত সেতু, উঁচু টাওয়ার বা পাহাড়চূড়া থেকে দড়ির এক প্রান্ত কোমরে বা পায়ে বেঁধে লাফ দেয়া হয়। দড়িটি একপ্রকার স্প্রিংয়ের মত কাজ করে এবং নিদিষ্ট সীমা পর্যন্ত পড়ার পর দড়ি টেনে উপরে তোল হয়।

আন্তর্জাতিক মানের প্রস্তুতি থাকলে, বেশিরভাগ ক্ষেত্রেই বাঞ্জি জাম্পিং তুলনামূলকভাবে অনেক নিরাপদ। এখানে দুর্ঘটনার সম্ভাবনা খুব কম। সাধারণত দড়ির মান খারাপ হওয়া বা আনফিট অবস্থায় লাফ দিলে সমস্যা হতে পারে। বাঞ্জি জাম্পিং এর ক্ষেত্রে সারা বিশ্বে প্রতি এক লাখ লাফে গড়ে ১টি দুর্ঘটনা ঘটে। তাই অপারেটর ও দড়ির মান নিশ্চিত করা হলে বাঞ্জি জাম্পিং এর ঝুঁকি অনেক কমে যায়।

স্কাই ডাইভিং

স্কাই ডাইভিং হলো উড়োজাহাজ থেকে ঝাঁপ দেওয়া। স্কাই ডাইভিংও অনেকটা ঝুঁকির খেলা। প্যারাস্যুট যদি ঠিকমতো কাজ না করে, তবে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।

প্রথমে বিমান থেকে লাফ দেওয়ার পর শরীর কয়েক সেকেন্ড মুক্তভাবে পড়তে থাকে। একে বলা হল ফ্রি ফল। তারপর নির্দিষ্ট সময় বাতাসে ভেসে থাকার পর প্যারাশুট খোলা হয়। এখানে প্যারাশুট খোলার জন্য পর্যাপ্ত সময় থাকে। তবে উচ্চ গতিতে নিচে পড়ার সময় শরীরে চাপ পড়ে এবং ভুল পজিশনে পড়লে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।

স্কাই ডাইভিং-এর সবচেয়ে বড় নিরাপত্তা ভরসা হলো আধুনিক প্যারাশুট প্রযুক্তি। আসল প্যারাশুট খোলার পাশাপাশি প্রায় সব জাম্পারের কাছে আরেকটি ব্যাকআপ প্যারাশুট থাকে, যা জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। তবুও ঝুঁকি থেকে যায়—ভুল সময়ে প্যারাশুট খোলা, জোরালো বাতাসে দিক হারানো বা যন্ত্রে ত্রুটি ঘটলে দুর্ঘটনা ঘটতে পারে।

একটি আন্তর্জাতিক গবেষণা অনুসারে প্রতি এক লাখ স্কাইডাইভে ০.৫টি মারাত্মক দুর্ঘটনা ঘটে। তারমানে সঠিক প্রশিক্ষণ, নিয়মকানুন মেনে চললে, স্কাই ডাইভিং এর ঝুঁকি অনেক কম।

বেস জাম্পিং

বেস জাম্পিং হল নির্দিষ্ট কিছু স্থাপনার উপর থেকে লাফ দেওয়া। এখানে BASE এর প্রতিটি অক্ষরগুলোর আলাদা অর্থ আছে। যেমন B তে Building বা ভবন, A তে Antenna অ্যান্টেনা বা টাওয়ার, S তে Span বা সেতু, E তে Earth (পাহাড় বা ক্লিফ)।

বেস জাম্পিংয়ের ক্ষেত্রে শরীরের সাথে কোন দড়িও বাঁধা থাকে না, এবং উড়োজাহাজ থেকে লাফ দিয়ে পারাশ্যুট খোলার মত পর্যাপ্ত সময়ও পাওয়া যায় না। সেই সাথে লাফও দেওয়া হয় অনেক কম উচ্চতা থেকে। সেকারণেই মূলত প্যারাস্যুট খোলার জন্য খুব কম সময় পাওয়া যায়।

বেস জাম্পিংকে বিশ্বজুড়ে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার খেলা বলে গণ্য করা হয়। নানা আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি দুই হাজার লাফে একটি গুরুতর দুর্ঘটনা ঘটে। প্যারাস্যুট সময়মতো না খোলা, বাতাসের অভাব বা আশপাশের বাধার কারণে খুব সহজেই মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে।

তিনটি খেলার পরিসংখ্যান ও বিশেষজ্ঞদের মতে, বেস জাম্পিং-ই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর। স্কাই ডাইভিং দ্বিতীয় এবং বাঞ্জি জাম্পিং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

যেকোনো অ্যাডভেঞ্চার স্পোর্টসের আগে প্রশিক্ষণ নেওয়া এবং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়া জরুরি। অন্যথায়, জীবনহানির ঝুঁকি থেকেই যায়।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *


দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে, তবে আপনি এখন ফ্রি রেকর্ডেড কোর্সে ইনরোল করে দেখতে পারবেন।
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার জন্য একটি একাউন্ট তৈরি হয়েছে। প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

কোর্সের তারিখ: ০৩/১০/২০২৫
সময়: রাত ৯টা থেকে
(বাংলাদেশ সময়)

আপনার সঠিক - নাম, ইমেইল দিয়ে
Sign Up এ ক্লিক করুন।