হামাস ইসরায়েলই তৈরী করেছে

maxresdefault (35)
কি কেন কিভাবে

হামাস ইসরায়েলই তৈরী করেছে

ফিলিস্তিনী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলা পরিচালনার জন্য সারা বিশ্বের আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে। ইসরায়েল এবং আমেরিকা বিশ্ববাসীকে শুধু এটিই বোঝাচ্ছে যে, হামাস কতটা ভয়াবহ। কিন্তু সত্যিকার অর্থে ইসরায়েল নিজেই এই হামাস গঠন করতে সরাসির সাহায্য করেছে।

ইসরায়েল কিভাবে হামাস গঠনে সাহায্য করেছিল ?

১৯৮৭ সালে প্রথম ফিলিস্তিনী ইন্তিফাদার সময় থেকে হামাস আত্ন প্রকাশ করে। কিন্তু এর বীজ রোপিত হয়েছিল আরো আগে। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন ছিলেন একজন ইসলামি পন্ডিত। তিনি মিশরে প্রতিষ্ঠিত ইসলামিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন। ১৯৬৭ সালের অাগে গাজা যখন মিশরের দখলে ছিল, সেই সময়টাতে মিশর গাজায় মুসলিম ব্রাদারহুডকে দমন করার চেষ্টা করেছে। কিন্তু ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল যখন গাজা দখল করে নেয়। তখন ইসরায়েল গাজায় থাকা ইসলামিক দলগুলোর প্রতি কোন ব্যবস্থাই নেয়নি। বরং ডানপন্থী ইসরায়েলীরা পশ্চিম তীরে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর প্রভাব কমানোরা জন্য, গাজার ইসলামিক দলকে উৎসাহিত করতে থাকে। মুসলিম ব্রাদারহুডের আহমেদ ইয়াসিন কে সহায়তা করার মাধ্যমে ইসরায়েলীরা ফিলিস্তিনীদের মধ্যে ডিভাইড এন্ড রুল পদ্ধতি প্রয়োগ করতে চাচ্ছিল। তাদের উদ্দেশ্যই ছিল এই দুই দলকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। কারণ দুই দলের মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন। পিএও চায় ধর্ম নিরপেক্ষ ফিলিস্তিন, অন্যদিকে গাজার ইসলামি দল ফিফলিস্তিনে ইসলামিক রাষ্ট্র গড়ে তুলতে চায়।

১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন যখন আনুষ্ঠানিকভাবে হামাসের যাত্রা শুরু করতে চান, তখন ইসরায়েল তাকে সাহায্য করে। ইয়াসিন গাজার মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পর্ক তৈরী করতে শুরু করেন। এসব প্রকল্পের বেশ কয়েকটিতে ইসরায়েলে সরাসরি অর্থ সহায়তা দেয়। অধিকাংশ আমেরিকান রাজনীতিবিদের এ সম্পর্কে কোন ধারণাই ছিল না। কিন্তু সাবেক মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান রন পল যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে দাড়িয়ে বলেন, [হামাস ইসরায়েলের সহায়তায় গড়ে উঠেছে। কারণ তারা চাচ্ছিল, হামাস ইয়াসির আরাফাত কে বাধা দিক।] ইয়াসির আরাফাত নিজেও ইতালিয়ান একটি সংবাদপত্রকে বলেছিলেন, “হামাস ইসরায়েলের সৃষ্টি”। তিনি আরো বলেন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইতজাক রাবিন তার কাছে স্বীকার করেছিলেন, হামাস গড়ে তোলাটা একটি “মারাত্নক ভুল”।

ইসরায়েল এবং আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের অনেকেই গাজায় হামাস গড়ে তোলার ব্যাপারে ইসরায়েলের সাহায্য করার বিষয়টি নিয়ে একই ধরনের কথা বলেছেন।

গাজার দ্বায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক গভর্নর ব্রিগ্রেডিয়ার জেনারেল ইতজাক সেগেভ নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে বলেন, তিনি নিজে ইসলামিক আন্দোলনের জন্য অর্থ দিয়েছেন। তিনি আরো বলেন, ইসরায়েলি সরকার আমাকে এ জন্য বাজেট দিত। এবং সামরিক বাহিনী এই অর্থ মসজিদে দান করত।

কর্ণেল ডেভিড হাকাম ১৯৮০ দশকে আরব বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে ইসরায়েলি বাহিনীর হয়ে গাজায় কাজ করেছেন। ৭০ এর দশকে শেখ আহমেদ ইয়াসিন কে ইসরায়েল সরকারের সহার্য করার বিষয়টি তিনিও স্বীকার করেন। দুই দশকের বেশি সময় ধরে গাজায় কাজ করা, ইসরায়েলের সাবেক ধর্ম বিষয়ক কর্মকর্তা আভনার কোহেন, ২০০৯ সালে ওয়ালস্ট্রিট জার্নালকে বলেন, “আমার বিশাল আফসোস, হামাস ইসরায়েলের সৃষ্টি।” তিনি ১৯৮০ দশকে, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনী অঞ্চল গুলোতে ডিভাইড এন্ড রুল এর খেলা না খেলতে, তার উদ্ধতন কর্মকর্তাদের চিঠি লিখে সতর্ক করেছিলেন। এবং তিনি এও বলেছিলেন যে, এই দানব আমাদের নিজেদের উপর আপতিত হওয়ার আগেই, আমাদের একে ভেঙে ফেলার পথ খুঁজতে হবে।

রোনল্ড রেগন প্রশাসনের সময়, আমেরিকার স্বরাষ্ট্র বিভাগে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ডেভিড লং বলেন, আমি ভেবেছিলাম, ইসরায়েলিরা আগুন নিয়ে খেলছে। আমি বুঝিনি তারা একটি দানব তৈরী করেছে।

হামাস গঠনের আগে থেকে ইসরায়েল প্রায় ২০ বছর সরাসরি হামাসকে সহায়তা করে গেছে। শেষ পর্যন্ত ইসরায়েল যখল বুঝতে পারে যে, হামাসের কারণে তাদের লাভের চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি। তখন তারা হামান নিমূল করার মিশনে নামে। হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন শেষ পর্যন্ত গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিহত হন।

হামাসের নেতারা অন্যান্য যে কোন ফিলিস্তিনী সংগঠনের চেয়ে অনেক বেশি ইসরায়েলকে ঘৃণা করে। এবং ফিলিস্তিনের অন্য যে কোন বাহিনীর তুলনায়, হামাসই সবচেয়ে বেশি ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে। সে কারেণে বিশ বছরেরও বেশি সময় ধরে, ইসরায়েল হামাস কে ধ্বংস করার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করছে।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *


দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে, তবে আপনি এখন ফ্রি রেকর্ডেড কোর্সে ইনরোল করে দেখতে পারবেন।
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার জন্য একটি একাউন্ট তৈরি হয়েছে। প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

কোর্সের তারিখ: ০৩/১০/২০২৫
সময়: রাত ৯টা থেকে
(বাংলাদেশ সময়)

আপনার সঠিক - নাম, ইমেইল দিয়ে
Sign Up এ ক্লিক করুন।