রাজার স্ত্রী রানী নয় কেন

জীবনযাপন

রাজার স্ত্রী রানী নয় কেন

ব্রিটিশ রাজবংশের নিয়ম অনুযায়ী বৈবাহিক সূত্রে কেউ সিংহাসনের উত্তরাধিকার হতে পারে না। শুধু মাত্র যারা রাজ পরিবারে জন্ম গ্রহণ করেছেন, তারাই নিয়ম অনুযায়ী রাজা অথবা রানী হতে পারবে। বৈবাহিত সূত্রে রাজ পরিবারের সদস্যরা এই সুযোগ থেকে বঞ্চিত। এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল, ব্রিটেনে রাজা আর রানীর ক্ষমতার মধ্যে কোন পার্থক্য নেই। তাই একই সাথে কখনও রাজা রানী দুইজন ক্ষমতায় থাকতে পারেন না। তারমানে রাজ পরিবারের কোন ছেলে সন্তান যদি রাজা হয়, তাহলে তার স্ত্রী রানী হতে পারবে না। আবার রাজ পরিবারের কোন মেয়ে সন্তান রানী হলে, তার স্বামী রাজা হতে পারবে না। এক্ষেত্রে রাজার স্ত্রী হবেন, কুইন কনসোর্ট এবং রানীর স্বামী হবেন প্রিন্স। বর্তমান রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কার বৈবাহিক সূত্রে রাজ পরিবারের সদস্য হবার কারণে, রানী হতে পারবেন না। তাই তাকে বলা হচ্ছে কুইন কনসোর্ট। সাবেক রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রায় ৭০ বছর রানীর স্বামী হিসেবে থাকলেও, তিনি প্রিন্স হিসেবেই পরিচিত ছিলেন। তবে ক্যামিলা পার্কার কুইন কনসোর্ট হবারও কথা ছিল না। রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে জনপ্রিয় রাজকীয় ব্যক্তি প্রিন্সেস ডায়না। ক্যামিলা পার্কারের জন্যই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। সেজন্য ২০০৫ সালে তৃতীয় চার্লসের সাথে ক্যামিলা পার্কারের বিয়ে অনকেইে মেনে নিতে পারেনি। তখন জন অসন্তোষের ভয়ে রাজ পরিবার থেকে ঘোষনা দেওয়া হয়েছিল যে, চার্লস যখন রাজা হবেন, তখন ক্যামিলা হবেন প্রিন্সেস কনসোর্ট। কিন্তু চলতি বছরের শুরুতে রানী ঘোষনা করেছিলেন যে, তার আন্তরিক ইচ্ছা হল চার্লস রাজা হবার পর, ক্যামিলা কুইন কনসোর্ট হবেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্সেস কনসোর্ট নয়।

রাজার স্ত্রী রানী নয় কেন ?

রাজা রানীর পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ক্রাউন বা মুকুট। অনেকে ক্ষেত্রে ক্রাউন শব্দটি রাজ পরিবার প্রধান বা রাজা/রানীর প্রতিশব্দ হিসেবেও ব্যবহার করা হয়। ব্রিটেনের রাজা রানী র জন্য এক ধরনের মুকুট এবং তাদের স্ত্রী বা স্বামীদের মুকুট আলাদা। ব্রিটেনের রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণত কুইন কনসর্টকে রাজার সঙ্গেই মুকুট পরিয়ে দেওয়া হয়। তবে ওই অনুষ্ঠান অতটাও জমকালো হয় না। কুইন কনসর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না। রাষ্ট্রীয় কোনো নথিপত্র দেখার ক্ষমতাও তাঁর নেই। একজন কুইন কনসর্টের মূল দায়িত্ব হলো রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাঁকে সমর্থন জোগানো। সেজন্যই তাকে মূলত বলা হয় কুইন কনসোর্ট; যার অর্থই হল সঙ্গী রানী। রাজা/রানীর সঙ্গীরা সরকারী কাজে অংশগ্রহণের সুযোগ না পেলেও বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানের দ্বায়িত্ব পালন করতে পারেন। রাজা চার্লসের সঙ্গে বিয়ের পর থেকে ক্যামিলা ৯০টির বেশি দাতব্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, শিক্ষার প্রসার, শিল্পকলা, প্রাণী কল্যাণ এবং নারীদের জন্য কাজ করছে। রাজা তৃতীয় চার্লসের করোনেশন বা রাজ্য অভিষেক অনুষ্ঠানে কুইন কনসোর্ট কে কোহিনূর হীরা সম্বলিত মুকুট পরানো হবে। এই মুকুট কিন্তু সাবেক রানী দ্বিতীয় এলিজাবেথ পরেননি। তিনি পড়তেন আরেকটি রাজ মুকুট। রাজা/রানী এবং তাদের সঙ্গীদের মুকুট আলাদা।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *


দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে, তবে আপনি এখন ফ্রি রেকর্ডেড কোর্সে ইনরোল করে দেখতে পারবেন।
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার জন্য একটি একাউন্ট তৈরি হয়েছে। প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

কোর্সের তারিখ: ০৩/১০/২০২৫
সময়: রাত ৯টা থেকে
(বাংলাদেশ সময়)

আপনার সঠিক - নাম, ইমেইল দিয়ে
Sign Up এ ক্লিক করুন।