বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার
কারাগার বলতে আমরা এমন সব জায়গাকে বুঝি, যেখানে অপরাধীদেরকে অত্যন্ত সংকীর্ণ জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মানবেতর ঝীবন যাপন করতে দেওয়া হয়। কিন্তু বেশ কিছু দেশে এমনও কিছু কারাগার রয়েছে যেখানে বসবাস করা রীতিমত বিলাসবহুল জীবন যাপন করার সামিল। এ সমস্ত কারাগারে এমন সব সুযোগ সুবিধা প্রদান করা হয়, যা হয়ত বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল রিসোর্টগুলোকেও অনায়াসে টেক্কা দিতে পারবে। সম্প্রতি, কক্সবাজারে বাংলাদেশের প্রথম উন্মুক্ত কারাগার নির্মানের ঘোষণা দেওয়া হয়েছে। উন্মুক্ত কারাগারে সাধারণত বন্দিদেরকে অধিকাংশ সময় কারাগারের সেলে আটকে রাখা হয় না।
হ্যালডেন প্রিজন, নরওয়ে (Halden Prison)
মনোরম নরওয়েজিয়ান ল্যান্ডস্কেপের মধ্যে অবস্থিত, হালডেন কারাগারটি আধুনিক শাস্তিমূলক স্থাপত্যের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। একে প্রায়শই “বিশ্বের সবচেয়ে মানবিক কারাগার” হিসাবে অভিহিত করা হয়, কারণ হ্যালডেনে কারাগারের প্রচলিত ধারণাগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। কয়েদিদের কে শাস্তি প্রদানের পরিবর্তে, তাদের পুনর্বাসনের দিকে মনোযোগ দিয়ে এই জেলখানার নকাশা করা হয়েছে। অত্যাধুনিক এই কারাগারের ব্যক্তিগত সেলগুলো রুচিশীল বাথরুম সহ বিলাসবহুল বেডরুমের আকারে তৈরী করা হয়েছে। এসব বেডরুম ফ্ল্যাট-স্ক্রিন টিভি এবং ডিজাইনার আসবাবপত্র দিয়ে দিয়ে সুসজ্জিত।
কারাগার প্রাঙ্গনে বন্দীদের বিস্তৃত বিনোদনমূলক এলাকায় বিচরণ করার সুবিধা রয়েছে। যার মধ্যে রয়েছে একটি জিম, মিউজিক স্টুডিও এবং এমনকি একটি রক-ক্লাইম্বিং প্রাচীর। বন্দীদের মধ্যে স্বায়ত্তশাসন এবং দায়িত্বের বোধ জাগিয়ে তোলার উপর জোর দেওয়ার জন্য, হালডেনকে একটি প্রগতিশীল কারাগার হিসেবে বিবেচনা করা হয়।
ওটাগো সংশোধন কেন্দ্র, নিউজিল্যান্ড (Otago Corrections Facility)
নিউজিল্যান্ডের নির্মল উপকণ্ঠে অবস্থিত মিল্টন শহরতলিতে, ওটাগো কারাগারটি অবস্থিত। একে যদিও সরাসরি কারাগারও বলা হয় না; স্থাপনাটির আনুষ্ঠানিক নাম হল Otago Corrections Facility বা ওটাগো সংশোধন কেন্দ্র। অর্থাৎ এই ফ্যাসিলিটির উদ্দেশ্যই হল অপরাধীদেরকে সংশোধনের সুযোগ করে দেওয়া। এখানে শান্ত পরিবেশে বন্দীদের জন্য আধুনিক আবাসন সুবিধা সহ বিস্তীর্ণ ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। আবাসনগুলোর প্রতিটি প্রশস্ত কক্ষ রয়েছে প্রচুর প্রাকৃতিক আলো এবং আশেপাশের গ্রামাঞ্চলের অত্যাশ্চর্য দৃশ্য দেখার ব্যবস্থা।
এখানে বন্দীদের সময় কাটানোর জন্য টেনিস কোর্ট এবং সবজি বাগান রয়েছে। এমনকি কারাগারের ভেতরেই মাওরি আর্ট ওয়ার্কশপ সহ আরো বেশ কিছু চিত্ত বিনোদনের সুবিধা রয়েছে। তাছাড়া কয়েদিদের নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া হয় এখানে। যেন তারা মুক্তির পরে সমাজে সফলভাবে পুনঃসংহত জীবন গড়ে তুলতে সক্ষম হয়। এসব কারণে বিশ্বব্যাপী ওটাগোকে পুনর্বাসন-কেন্দ্রিক কারাগারের মডেল হিসাবে চিহ্নিত করা হয়।
জাস্টিস সেন্টার লিওবেন, অস্ট্রিয়া (Justice Centre Leoben)
সুন্দর অস্ট্রিয়ান পল্লীর মধ্যে অবস্থিত, জাস্টিস সেন্টার লিওবেন কারাবন্দী অবস্থায় বিলাসিতা করার বিষয়টিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। কয়েদীদের মধ্যে সম্প্রদায় এবং দায়িত্ববোধের প্রচারের উপর গুরুত্ব দিয়ে কারাগারটির নকশা করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই কারাগারটি বন্দীদের পারস্পারিক বোঝাপড়া এবং ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে।
অস্ট্রিয়ার এই জেলখানায় প্রাইভেট সেলগুলি এটাচটড বাথরুম সহ আধুনিক গৃহসজ্জার সামগ্রী দিয়ে সজ্জিত। এখানে বন্দীদের এমন স্তরের আরাম প্রদান করা হয়, যা প্রচলিত কারাগারগুলিতে খুব কমই দেখা যায়। বিস্তীর্ণ মাঠের মধ্যে ল্যান্ডস্কেপ করা বাগান, হাঁটার পথ এবং বিনোদনমূলক এলাকা রয়েছে; যেখানে বন্দীরা খেলাধুলা এবং অবসর ক্রিয়াকলাপে মগ্ন হতে পারে। উন্নত জীবন যাপনের সাথে সমাজে পুনর্বাসন এবং পুনঃএকত্রীকরণের উপর জোর দেওয়ার কারণে, জাস্টিস সেন্টার লিওবেন বিশ্বের অন্যতম বিলাসবহুল কারাগার হিসেবে বিবেচিত হয়।
চ্যাম্প-ডলন কারাগার, সুইজারল্যান্ড (Champ-Dollon Prison)
সুইজারল্যান্ডের জেনেভার উপকণ্ঠে অবস্থিত, ক্যাম্প-ডলন কারাগার তার উদ্ভাবনী পদ্ধতির জন্য বিখ্যাত। বন্দীদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়ার জন্য ডিজাইন করা অত্যাধুনিক এই কারাগারের সুযোগ সুবিধা কোন বিলাসবহুল রিসোর্টের চেয়ে কম নয়। বন্দীরা ব্যক্তিগত বাথরুম এবং আরামদায়ক আসবাবপত্র দিয়ে সজ্জিত আধুনিক, প্রশস্ত কক্ষে বসবাস করে।
এখানে পুনর্বাসন এবং মানবিক চিকিৎসার মাধ্যমে সমাজে সফলভাবে পুনঃর্বাসনের শিক্ষা দেওয়া হয়। সেই সাথে কয়েদিদের নানা ধরনের দক্ষতা শিক্ষা দিয়েও তাদেরকে পরবর্তী জীবনে সাবলম্বী করার ব্যবস্থাও অাছে এখানে। সুইজারল্যান্ড সরকার অপরাধীদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থায় সংস্কার আনার চেষ্টা করছে; সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হয়েছে চ্যাম্প-ডলন কারাগারে।
পন্ডক বাম্বু কারাগার, ইন্দোনেশিয়া (Pondok Bambu Prison)
জাকার্তা দ্বীপে সবুজ গ্রীষ্মমন্ডলীয় গাছপালাগুলির মধ্যে অবস্থিত, পন্ডক বাম্বু কারাগার। প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সুযোগ-সুবিধার এক অনন্য মিশ্রণ ঘটেছে এই জেলখানায়। কয়েদীদের পুনর্বাসন এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য এই উদ্ভাবনী কারাগারটি তৈরী করা হয়েছে। এখানকার বন্দীরা শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত কক্ষে আরাম আয়েশের সাথে তাদের সাজার সময়কাল অতিবাহিত করতে পারে।
আধৃুনিক এই কারাগারের উন্মুক্ত প্রঙ্গনে বন্দীরা দলগতভাবে বিচরণ করতে পারে। তাদেরকে পরবর্তী জীবনে সমাজের একজন ভালো নাগরিক হওয়ার জন্য নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। কয়েদীরা একসাথে নানা ধরনের খেলাধুলা এবং বিনোদনমূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে পারে।
বিশ্বের এসব বিলাসবহুল কারাগারের মূল ধারনাই হল অপরাধীদেরকে শাস্তি দেওয়ার বদলে, তাদেরকে দ্বায়িত্বশীলতা এবং দক্ষতা শিক্ষা দেওয়ার মাধ্যমে সমাজে সফলভাবে পুনর্বাসন করা।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দেশের প্রথম উন্মুক্ত কারাগার নির্মাণ করার জন্য ইতোমধ্যেই ১৬০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা সিআরপি মডেলের ওপর ভিত্তি করে এই উন্মুক্ত কারাগার নির্মাণ করা হবে বলে জানা যায়। এই ব্যবস্থায় ন্যূনতম তত্ত্বাবধান ও স্বল্প নিরাপত্তার মধ্যে রেখে কয়েদীদের সাজা পূর্ণ করতে দেয়া হয়। শাস্তির চেয়ে পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হলে, অপরাধীরাও তাদের জীবন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠতে পারে।