বিশ্বের সবচেয়ে জটিল হাত ঘড়ি

maxresdefault (4)
প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে জটিল হাত ঘড়ি

ভূমিকা

ঘড়ির কাঁটায় শুধু সময় নয়, এবার ধরা পড়েছে সূর্যের অবস্থান, নক্ষত্রের গতি, রাশিচক্রের মানচিত্র আর মহাকাশের এক বিস্ময়কর আয়োজন। সুইস ঘড়ি নির্মাতা ভ্যাচেরন কনস্টান্টিন তৈরি করেছে এমন এক যান্ত্রিক ঘড়ি, যা দেখতে যেমন অসাধারণ, তেমনি এর ভেতরে লুকানো রয়েছে রেকর্ডসংখ্যক ৪১টি জটিল ফিচার। সময় দেখানোর পাশাপাশি এই ঘড়ি জানায় সূর্য পৃথিবীর কোন প্রান্তে অবস্থান করছে, এমনকি কবে আকাশে কোন নক্ষত্র দেখা যাবে তার নির্দেশনা। ধারণা করা হচ্ছে ঘড়িটির দাম কমপক্ষে ১০ মিলিয়ন ডলার বা ১২০ কোটি টাকারও বেশি হবে।

ভ্যাচেরন কনস্টান্টিন

বর্তমান বিশ্বের সবচেয়ে জটিল হাতঘড়িটি নির্মাণ করেছে ভ্যাচেরন কনস্টান্টিন। সুইজারল্যান্ডভিত্তিক এই ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে বিশ্বের সবচেয়ে পুরনো বিলাসবহুল ঘড়ি কোম্পানিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ১৭৫৫ সালে আজ থেকে প্রায় ২৭০ বছর আগে, জেনেভা শহরে এই কম্পানির সূচনা হয়। দীর্ঘ ইতিহাসের কারণে প্রতিষ্ঠানটি শুধু ঘড়ির জগতে নয়, পুরো বিলাসবহুল পণ্যের জগতেও এক অনন্য নাম হিসেবে স্বীকৃত।

ভ্যাচেরন কনস্টান্টিনের যাত্রা শুরু করেন Jean-Marc Vacheron নামের এক সুইস ঘড়ি নির্মাতা। তিনি একজন দক্ষ কারিগর ছিলেন এবং তাঁর হাতে তৈরি প্রথম ঘড়িগুলো ছিল খুবই নিখুঁত ও নজরকাড়া। পরবর্তীতে তাঁর পরিবার এবং উত্তরসূরিদের হাত ধরে কোম্পানিটি ধীরে ধীরে বড় হতে থাকে। ১৮১৯ সালে François Constantin নামের অারেকজন ব্যক্তি সেই ঘড়ির ব্যবসায় অংশীদার হন এবং তখন থেকেই কোম্পানির নাম হয় Vacheron & Constantin

বর্তমানে ভ্যাচেরন কনস্টান্টিন বিলাসবহুল ব্র্যান্ড গ্রুপ Richemont Group এর অধীনে পরিচালিত হয়। এই গ্রুপের মালিকানায় আরও রয়েছে কার্তিয়ে (Cartier), মঁ ব্লাঙ্ক (Montblanc), জ্যাগার-লেকুলত্রে (Jaeger-LeCoultre) এর মত বেশকিছু নামকরা ব্র্যান্ড।

ভ্যাচেরন কনস্টান্টিন শুধু সময় দেখায় এমন ঘড়ি তৈরি করে না, বরং তারা যান্ত্রিক ঘড়িকে শিল্পে রূপ দিয়েছে। তারা এমন ঘড়ি তৈরি করে যেগুলোতে থাকে:

  • গ্রেগরিয়ান ক্যালেন্ডার
  • চাঁদের অবস্থা ও নক্ষত্রের গতিপথ
  • মিনিট রিপিটার (সময় জানাতে ঘণ্টার শব্দ)
  • ট্যুরবিয়ন (ঘড়ির সময়ের নিখুঁততা রক্ষা করে)
  • ক্রোনোগ্রাফ (স্টপওয়াচ ফিচার)

ভ্যাচেরন কনস্টান্টিনের প্রতিটি ঘড়ি হাতে তৈরি করা হয়, যেখানে শত শত ক্ষুদ্র যন্ত্রাংশ একত্রে যুক্ত করা থাকে। তাদের প্রতিটি ঘড়ি এমনভাবে তৈরি হয় যেন তা শত বছরেও কাজ করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবহার করা যায়। তাই একে শুধু একটা ঘড়ি নয়, বলা যায় একটা উত্তরাধিকার

ভ্যাচেরন কনস্টান্টিনের ঘড়ি সাধারণত রাজপরিবার, ধনকুবের, শিল্পপতি এবং বিলাসপ্রিয় সংগ্রাহকেরা পরে থাকেন। এরা মূলত ঘড়িটিকে শুধুই সময় দেখার যন্ত্র নয়, বরং একটি শিল্পকর্ম এবং স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহার করে থাকেন।

সবচেয়ে জটিল ঘড়ি

ভ্যাচেরন কনস্টান্টিন বহুবার বিশ্বের সবচেয়ে জটিল ঘড়ি তৈরির রেকর্ড গড়েছে। ২০২৫ সালে তারা উন্মোচন করেছে লে কাবিনোতিয়ে সোলারিয়া আল্ট্রা গ্র্যান্ড কমপ্লিকেশন (Les Cabinotiers Solaria Ultra Grand Complication) নামের একটি ঘড়ি, যেটিতে রয়েছে রেকর্ডসংখ্যক ৪১টি জটিলতা। একে বলা হচ্ছে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে জটিল হাতঘড়ি। এটি তৈরি করতে আট বছর সময় লেগেছে। ভ্যাচেরন কনস্টান্টিন এর ২৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘড়িটি তৈরি করা হয়েছে।

এই ঘড়িটি কেবল সময় দেখায় না—এটি আক্ষরিক অর্থেই একটি চলমান জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার। এই ঘড়িটি ৪টি ভাগে বিভক্ত। এতে রয়েছে সময়, ক্যালেন্ডার, জ্যোতির্বিজ্ঞান এবং সাউন্ড মেকানিজম এর চারটি পৃথক ক্ষেত্র।

ঘড়িটি শুধু পৃথিবীর সময় নয়, দেখায় সোলার টাইম, সাইডেরিয়াল টাইম, এবং সিভিল টাইম—এই তিন ধরনের সময়। এর মানে হচ্ছে, আপনি জানবেন: সূর্য কোথায় আছে, কোন নক্ষত্র কখন দৃশ্যমান হবে, এবং পৃথিবী তার অক্ষরেখায় কতক্ষণে একবার ঘুরে আসে। এতে রয়েছে: সূর্যের উচ্চতা, অবস্থান, গতি ও কোণের তথ্য, ১৩টি রাশিচক্র এবং তাদের নক্ষত্রমণ্ডল দেখানোর চক্রাকার ডিসপ্লে, দিন-রাত্রির দৈর্ঘ্যের ভিন্নতা নির্দেশনা, এমনকি আকাশে কোনদিন কোন নক্ষত্র দৃশ্যমান হবে সেই তথ্য।

এই ঘড়িতে রয়েছে ওয়েস্টমিনস্টার মিনিট রিপিটার নামের এক চমকপ্রদ ফিচার, যেখানে চারটি ছোট হাতুড়ি চারটি ঘণ্টায় সুনির্দিষ্ট কম্পোজিশনে আঘাত করে ঘণ্টার শব্দ তৈরি করে। এই অংশে ব্যবহৃত প্রযুক্তির জন্য প্রতিষ্ঠানটি ৭টি পেটেন্ট আবেদন করেছে।

সোলারিয়া আল্ট্রা গ্র্যান্ড কমপ্লিকেশন ঘড়িটি মোট ১,৫২১টি যন্ত্রাংশ দিয়ে তৈরি। সময় ও ক্যালেন্ডারের ফিচার রাখা হয়েছে একটি প্লেটে, এবং জ্যোতির্বিদ্যার ফিচার রাখা হয়েছে আলাদা প্লেটে—যাতে ঘড়িটির ভারসাম্য ঠিক থাকে। ঘড়ির কেসটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে। এতে রয়েছে ২০০টির বেশি রত্ন, যার মধ্যে রয়েছে একাধিক নীলকান্তমণি (sapphire discs)

এই ঘড়িটি মূলত ভ্যাচেরন কনস্টান্টিনের ‘লে কাবিনোতিয়ে’ নামের বিশেষ সিরিজ ঘড়ির সবচেয়ে সেরা উদ্ভাবন। এই সিরিজের সর্বশেষ সংস্করণটি শিল্প ও বিজ্ঞান মিলিয়ে তৈরি এক যান্ত্রিক মহাকাব্য।  লে কাবিনোতিয়ে সিরিজের ঘড়ি গুলো সাধারণত বিশেষ উপলক্ষে শুধুমাত্র একজন ক্রেতার জন্য তৈরি করা হয়। তাই এর দামও অনেক বেশি। যদিও নির্মাতারা এর দাম প্রকাশ করেনি। তবে ধারণা করা হয় ঘড়িটির দাম কমপক্ষে ১০ মিলিয়ন ডলার বা ১২০ কোটি টাকার বেশি।

১২০ কোটি টাকা দামের হাত ঘড়ি !

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *


দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে, তবে আপনি এখন ফ্রি রেকর্ডেড কোর্সে ইনরোল করে দেখতে পারবেন।
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আপনার জন্য একটি একাউন্ট তৈরি হয়েছে। প্রদত্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

কোর্সের তারিখ: ০৩/১০/২০২৫
সময়: রাত ৯টা থেকে
(বাংলাদেশ সময়)

আপনার সঠিক - নাম, ইমেইল দিয়ে
Sign Up এ ক্লিক করুন।