বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু
বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু
অতি সম্প্রতি ভিয়েতনামে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে পৃথিবীর দীর্ঘতম কাঁচের সেতু। উত্তর-পশ্চিম ভিয়েতনামের সন লা প্রদেশে সেতুটি নির্মান করা হয়েছে। সেতুটির নাম বাক লং। যার অর্থ সাদা ড্রাগন। উপর থেকে দেখতে সেতুটিকে সাদা ড্রাগনের মতই লাগে। তবে এর আনুষ্ঠানিক নাম বাক লং পেডেস্ট্রিয়ান ব্রিজ। সেতুর নিচে রয়েছে ঘন জঙ্গল। এই জঙ্গল থেকে ১৫০ মিটার উঁচুতে সেতুটি বাসনো হয়েছে। এখানে কাচের উপর দিয়ে হাটতে হাটতে নিচের নয়নাভিরাম বনের দৃশ্য উপভোগ করা যায়। সেতুটি মূলত দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। যার প্রধান উদ্দেশ্য পর্যটকদের আকৃষ্ট করা। কারণ এটি এখন বিশ্বের দীর্ঘতম কাঁচের মেঝেযুক্ত সেতু। এই কাঁচের সেতুর সর্বোমোট দৈর্ঘ্য ৬৩২ মিটার।
ঝকঝকে স্বচ্ছ কাঁচের এই সেতুর উপর দিতে হাঁটতে গেলে মনে হবে পায়ের নিচে কিছু নেই। এর উপর দাঁড়িয়ে কাঁচের মধ্য দিয়ে নিচের দিকে তাকালে যে কারো ভয় লাগবে। কারণ সবারই নিচে পড়ে যাওয়ার ভয় কাজ করবে। বাং লং সেতুর মেঝেতে ফ্রান্সের তৈরি টেমপারড গ্লাস ব্যবহার করা হয়েছে। যার কারণে সেতুটি বেশ শক্তপোক্ত হয়েছে। একসাথে প্রায় ৪৫০ জন দর্শনার্থী কাঁচের এই সেতুতে চলাচল করতে পারবে। সেতু থেকে দাঁড়িয়ে আশপাশের চমৎকার সবুজ দৃশ্য উপভোগ করা যায়। সেতু পরিচালনা কর্তৃপক্ষ মনে করছে, দর্শনার্থীরা এই সেতুতে ভ্রমণে আসলে, আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিশ্চই মুগ্ধ হবে।
খাড়া পাহাড়ের গা ঘেঁষে পেঁচিয়ে সেতুটি তৈরি করা হয়েছে, সেজন্য ব্রিজটি দেখতে ড্রাগনের মতো মনে হয়। মুল সেতুর দৈর্ঘ্য ১৫০ মিটার। তবে সেতুর পাশে পাহাড়েরর গায়ে সংযুক্ত প্যাঁচানো অংশসহ এর মোট দৈর্ঘ্য ৬৩২ মিটার। নির্মাণের দায়িত্বে থাকা কোম্পানি দাবি করছে বাক লং এখন বিশ্বের দীর্ঘতম কাঁচের মেঝেযুক্ত সেতু। এর আগে সর্বোচ্চ দৈর্ঘ্যের কাঁচের মেঝেযুক্ত সেতুটি ছিল চীনের গোয়াংডংয়ে। যার দৈর্ঘ্য ৫২৬ মিটার। তারমানে ভিয়েতনামের এই সেতুটি, চীনের কাঁচের সেতুর চেয়ে ১০৬ মিটার দীর্ঘ।
গিনেস কর্তৃপক্ষ আগামী মাসে এই সেতু যাচাই করে দেখবে। যাচাই সম্পন্ন হলে একে আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম কাঁেচর সেতুর মর্যাদা দেওয়া হবে। বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ভিয়েতনাম নানান ধরনের উদ্যোগ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টাইন বাতিল করেছে। এছাড়া ১২ টি দেশের নাগরিকদের জন্য বিনা ভিসায় ১৫ দিন ভিয়েতনাম ভ্রমণের সুবিধা কার্যকর করা হয়েছে। তবে দুঃখের বিষয় হল এই তালিকায় বাংলাদেশ নেই।